
দীর্ঘদিন ধরে বন্ধ থাকায় ঢাকা থেকে প্রকাশিত ৯টি বাংলা ও একটি ইংরেজি দৈনিক পত্রিকার ঘোষণাপত্র (ডিক্লারেশন) বাতিল করেছে সরকার।
ঢাকার জেলা ম্যাজিস্ট্রেটের সই করা এক প্রজ্ঞাপনে গত বুধবার পত্রিকাগুলোর ঘোষণাপত্র বাতিল করা হয় বলে মঙ্গলবার এক তথ্য বিবরণীতে জানিয়েছে তথ্য অধিদপ্তর।
ঘোষণাপত্র বাতিল করা দৈনিক পত্রিকাগুলো হলো গণ আওয়াজ, দৈনিক জনসেবা, ঢাকা প্রকাশ, জাতির কণ্ঠ, কিষাণ, এই দেশ এই দিন, পূর্ব আলো, সময়ের পাতা ও রিপোর্টার এবং দি ফাইনান্সিয়াল ডেইলি।
সরকারের এই সিদ্ধান্তে এই পত্রিকাগুলো প্রকাশ বা প্রচার বন্ধ করা যাবে না।
তথ্য বিবরণীতে বলা হয়, ১৯৭৩ সালের ছাপাখানা ও প্রকাশনা (ঘোষণা ও নিবন্ধন) আইনের ৯ (১) এর (৩) (ক) ধারা ভঙ্গ করায় এবং পত্রিকাগুলোর প্রকাশক ও সম্পাদক চুক্তিপত্রের শর্ত না মানায় এগুলোর ঘোষণাপত্র বাতিল করা হয়েছে।
নিয়মিত প্রকাশিত না হওয়া পত্রিকাগুলো বন্ধে সরকারের পদক্ষেপ নিয়ে আগস্টের শেষ দিকে কথা বলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাছান মাহমুদ।
এ ধরনের পত্রিকাগুলোকে ‘ভুতুড়ে’ উল্লেখ করে ২৪ অগাস্ট তথ্যমন্ত্রী বলেছিলেন, ‘এখানে নিয়োগকৃতদের বেতন দেয়া হয় না, এরা চাঁদাবাজিসহ নানা কিছুতে লিপ্ত হয় এবং সেই বদনামটা সাংবাদিক সমাজের ওপর বর্তায়, যা কখনোই সমীচীন নয়।’
এসব ‘ভুতুড়ে পত্রিকার’ বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার শুরুর কথা তখনই জানিয়েছিলেন।
অন্যদিকে, মঙ্গলবার এক রিটের জবাবে অনিবন্ধিত সব অনলাইন নিউজ পোর্টাল বন্ধের নির্দেশ দিয়েছে হাইকোর্ট।
বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লার বেঞ্চ এ আদেশ দেয়।
এর আগে গত ১৬ আগস্ট অনলাইন পত্রিকার সাংবাদিকদের জন্য ‘নৈতিক নীতিমালা’ প্রণয়নে কেন নির্দেশ দেয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছিল আদালত।
সেই সঙ্গে ‘ন্যাশনাল অনলাইন মাস মিডিয়া পলিসি ২০১৭’ অনুযায়ী দেশে অননুমোদিত এবং অনিবন্ধিত অলাইন পত্রিকাগুলোকে কেন বন্ধের নির্দেশ দেয়া হবে না জানতে চাওয়া হয়।
পাশাপাশি অপেক্ষমান থাকা অনিবন্ধিত পত্রিকাগুলোকে নিবন্ধনের আওতায় আনতে কেন নির্দেশ দেয়া হবে না তাও জানতে চাওয়া হয়েছিল রুলে।
আরও পড়ুন …