রোহিঙ্গা ক্যাম্প থেকে বন্যহাতির মরদেহ উদ্ধার

google news

কক্সবাজারের টেকনাফের শালবন রোহিঙ্গা শিবির থেকে হাতির মৃতদেহ উদ্ধার করেছে আমর্ড পুলিশ ব্যাটালিয়নের সদস্যরা।

সোমবার (২০ সেপ্টেম্বর) সকাল সাড়ে নয়টার দিকে মৃত হাতিটি উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার ১৬ আমর্ড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক এসপি তারিকুল ইসলাম  বলেন, “দীর্ঘক্ষণ চেষ্টার পর হাতিটির মৃতদেহটি পানি থেকে উদ্ধার করা হয়েছে।”

বনবিভাগ ও ইকোপার্কে এলিফ্যান্ট রেসপন্স টিমকে (ইআরটি) খবর দেওয়া হয়েছে। তারা এসে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবেন বলেও জানান তিনি।

মতামত দিন