বিমানবন্দরে আরটি-পিসিআর টেস্ট শুরু মঙ্গলবার, ফি ১৬০০ টাকা

google news

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আগামী মঙ্গলবার থেকে আরটি-পিসিআর মেশিনে করোনাভাইরাস টেস্ট শুরু হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমান।

বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে রোববার আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা জানান।

বেবিচক চেয়ারম্যান বলেন, ‘বিভিন্ন দেশে যাত্রার ৪৮ ঘণ্টা ও ৬ ঘণ্টা পূর্বে বিমানবন্দরে করোনা টেস্ট করা বাধ্যতামূলক রয়েছে। এ জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে।

আজ স্বাস্থ্য মন্ত্রণালয় পরীক্ষামূলক টেস্ট (টেস্ট রান) কাজ করছে।

‘এটা যদি সাকসেসফুল হয়, আশা করি সাকসেসফুল হবে, তারপর আমরা এয়ারলাইনসগুলোকে অবহিত করব। ২৮ সেপ্টেম্বর থেকে প্রবাসীরা সেখানে পরীক্ষা করাতে পারবেন। কারণ যাত্রার কমপক্ষে ৪৮ ঘণ্টা পূর্বে প্রথম টেস্ট করাতে হবে।’

ট্যুরিজম, প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয় মিলে এ বিষয়ে একসঙ্গে কাজ করছে বলে জানান মফিদুর রহমান। বলেন, ‘এয়ারলাইনসগুলোকেও সময় দিতে হবে, টিকিট কাটা থেকে শুরু করে বিভিন্ন প্রস্তুতি নেয়ার জন্য।

স্বাস্থ্য অধিদপ্তর যখনই জানাবে তারা টেস্টের জন্য রেডি, দিনে কতজন যাত্রী টেস্ট তারা হ্যান্ডেল করতে পারবে, তখনই আমরা এয়ারলাইনসগুলোকে জানিয়ে দেব।’

এ সময় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী বলেন, ‘করোনা সংক্রমণের শুরু থেকেই আমরা এয়ারপোর্টগুলোতে সামাজিক দূরত্বসহ বিভিন্ন স্বাস্থ্যবিধি এসব ব্যাপারে যথেষ্ট সচেতন ছিলাম। এ জন্য করোনা নিয়ন্ত্রণের মধ্যে রাখা গেছে। আমাদের এয়ারপোর্ট বিশ্বের অন্যান্য যেকোনো এয়ারপোর্টের চেয়ে তুলনামূলক বেশি প্রস্তুত ছিল।’

সংশ্লিষ্টরা জানান, করোনা পরীক্ষায় বিমানবন্দরে ১২টি আরটি-পিসিআর মেশিন বসবে। সবকিছুই প্রস্তুত। এই ল্যাব বসলে ২৪ ঘণ্টায় ৩ থেকে সাড়ে ৩ হাজার নমুনা পরীক্ষা করা যাবে।

বিমানবন্দরে দ্রুত করোনা টেস্ট করানোর সুযোগ না থাকায় কয়েকটি দেশের শর্ত ছিল আরটি-পিসিআর বসানোর। এ শর্ত দ্রুত কার্যকরের দাবিতে আন্দোলন-বিক্ষোভও করেন প্রবাসীরা। সরকারের উচ্চপর্যায়ের সিদ্ধান্তের প্রায় তিন সপ্তাহ পর বিমানবন্দরে বসছে আরটি-পিসিআর ল্যাব।

এর আগে প্রথমে গত বৃহস্পতিবার ও পরে শনিবার থেকে বিমানবন্দরে আর্টিফিশিয়াল টেস্ট শুরুর কথা থাকলেও তা হয়নি।

মতামত দিন