সারা দেশে ৫ দিনে মিলল ৪ মৃত এশিয়ান হাতি

google news

গত ৫ দিনে সারা দেশে ৪টি হাতির মৃতদেহ উদ্ধার করা হয়েছে। সর্বশেষ শুক্রবার (১২ নভেম্বর) সকালে চট্টগ্রামের বাঁশখালীর পূর্ব চাম্বল বন বিভাগের পূর্ব পাশে ধানক্ষেত থেকে একটি এশিয়ান হাতির মরদেহ উদ্ধার করা হয়েছে।

এ তথ্য নিশ্চিত করেছেন জলদি অভয়ারণ্য রেঞ্জ কর্মকর্তা ও বাঁশখালী ইকোপার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিসুজ্জামান শেখ বলেন, “কীভাবে হাতিটি মারা গেছে তা এখন পর্যন্ত নিশ্চিত নই। হাতিটির শরীরে কোনো আঘাতের কোনও চিহ্নও নেই।

বৃহস্পতিবার রাতে হাতিটির মৃত্যু হয়ে বলে ধারণা করছেন জানিয়ে প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সমরঞ্জন বড়ুয়া বলেন, পূর্ণাঙ্গ ময়নাতদন্ত করলে সঠিক মৃত্যুর কারণ জানা যাবে।

তিনি আরো বলেন, তবে ময়নাতদন্তের প্রাথমিক পর্যায়ে কর্মকর্তারা আবিষ্কার করেছেন যে হাতির ফুসফুস খারাপ হয়ে গেছে এবং একটি থেকে পচা দুর্গন্ধ বের হচ্ছে।

উল্লেখ্য, গত ৫ দিনে সারা দেশে ৪টি হাতির মৃত্যু হল। সেগুলোর মধ্যে চট্টগ্রাম অঞ্চলে ৩টি ও শেরপুর থেকে একটি হাতির মৃতদেহ উদ্ধার করা হয়।

বিশ্বে এশিয়ান হাতির বিচরণ আছে এমন দেশের সংখ্যা মাত্র ১৩টি। এর মধ্যে বাংলাদেশে বৃহত্তর চট্টগ্রাম, সিলেট বিভাগ ও শেরপুরে এই বিরল প্রজাতির হাতিটিকে দেখতে পাওয়া যায়।

বন বিভাগের তথ্য অনুযায়ী, গত ১৭ বছরে ১১৮টি হাতি মানুষের হাতে হত্যার শিকার হয়েছে। এর মধ্যে গত ৬ বছরেই হত্যা করা হয়েছে ১৯টি হাতিকে। এই ১৯টি হাতির মধ্যে ১১টি হাতি বৈদ্যুতিক শর্ট সার্কিট ও ৬টি সরাসরি গুলি খেয়ে মারা যায়।

বাংলাদেশে ২০১৫-২০১৬ সালে ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচারের (আইইউসিএন) এক জরিপে সারাদেশে মোট ২৬৮ হাতি থাকার কথা জানা যায়। এর মধ্যে দুই তৃতীয়াংশ হাতির বসবাস পার্বত্য চট্টগ্রামে।

অন্য এক গবেষণায় বলা হয়েছে, ১০০ বছর আগে সারাদেশে প্রায় ৬০০টি হাতি ছিল। বর্তমানে সেটি কমতে কমতে এখন ৩০০-এর নিচে নেমেছে।

মতামত দিন