মুফতি ইজাহারের দুই বছরের সাজা

google news

হেফাজতে ইসলামের নেতা মুফতি ইজাহারুল ইসলাম চৌধুরীকে সম্পদের হিসাব না দেওয়ায় দুদকের করা মামলায় দুই বছরের সাজা দিয়েছেন আদালত।

চট্টগ্রামের বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মুনসী আবদুল মজিদ রবিবার এ রায় দেন।

চট্টগ্রামের লালখান বাজারের আল জামেয়াতুল ইসলামিয়া মাদ্রাসার অধ্যক্ষ হেফাজতে ইসলামের সাবেক নায়েবে আমির মুফতি ইজাহারুল ইসলামের উপস্থিতিতেই আদালত রায় ঘোষণা করে।

দুদকের আইনজীবী কাজী সানোয়ার আহমদ লাভলু বলেন, দোষী সাব্যস্ত হওয়া মুফতি ইজাহারুল ইসলামকে দুই বছরের সশ্রম কারাদন্ড, ২০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও দুই মাসের কারাদন্ড দিয়েছে আদালত।

মতামত দিন