ফাইভ-জি তরঙ্গ নিলাম, কিনলো দেশের ৪ মোবাইল অপারেটর

google news

প্রায় ১১ হাজার কোটি টাকার ১৯০ মেগাহার্জ তরঙ্গ কিনেছে টেলিটকসহ দেশের ৪ মোবাইল অপারেটর প্রতিষ্ঠান। সকালে রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ টেলিযোগাযোগ রেগুলেটরি কমিশন বিটিআরসির তরঙ্গ নিলাম অনুষ্ঠানে তরঙ্গ কেনে প্রতিষ্ঠানগুলো।

ফাইভ-জির জন্য বিটিআরসির বরাদ্দকৃত ২২০ মেগাহার্জ তরঙ্গ নিলামের মধ্যে ১৮ ব্লকে ১৯০ মেগাহার্জ তরঙ্গ কিনেছে অপারেটর প্রতিষ্ঠানগুলো।

আর তিনটি ব্লকে ৩০ মেগাহার্জ তরঙ্গ অবিক্রিত রয়ে গেছে। এর মধ্যে সাত হাজার কোটি টাকা দিয়ে ১২০ মেগাহার্জ তরঙ্গ কিনেছে গ্রামীণ ফোন ও রবি।

১ হাজার ৭৫০ কোটি টাকা দিয়ে ৩০ মেগাহার্জ কিনেছে টেলিটক। আর ২ হাজার ৩৪০ কোটি টাকা দিয়ে বাংলালিংক কিনেছে ৪০ মেগাহার্জ তরঙ্গ। প্রতি মেগাহার্জ তরঙ্গের মূল্য ধরা হয়েছে ৬ দশমিক ৫ মিলিয়ন ডলার।

ক্রয়কৃত তরঙ্গের অর্থ ১৫ বছরের মধ্যে পরিশোধ করতে হবে।

বর্তমানে দেশে ফোর জি সেবা চালু আছে। ফাইভ জি চালু হলে ইন্টারনেটের গতি কয়েক গুণ বেড়ে যাবে। এর আগে গত ১২ ডিসেম্বর রাষ্ট্রায়ত্ত মোবাইল অপারেটর টেলিটকের মাধ্যমে দেশে পরীক্ষামূলকভাবে ফাইভ জি সেবা চালু হয়।দেশের ইতিহাসে এবারই সবচেয়ে বেশি পরিমাণ তরঙ্গের নিলাম হয়েছে।

মতামত দিন