ওয়ার্ল্ড ইউনিভার্সিটি ডিবেট চ্যাম্পিয়নশিপ জিতে নিয়েছে বাংলাদেশ। দেশের জন্য এই অর্জন এবারই প্রথম।
ওয়ার্ল্ড ইউনিভার্সিটিজ ডিবেটিং চ্যাম্পিয়নশিপ (ডব্লিউইউডিসি) ২০২২ এর ওপেন ফাইনাল জিতেছেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ‘ব্র্যাক এ’ দলের সাজিদ আসবাত খন্দকার এবং সৌরদীপ পাল।
ব্রিটিশ সংসদীয় ফরম্যাটের ডিবেটে ওপেনিং অপোজিশন হিসেবে ডিবেট করেছে ব্র্যাক। তাদের বিপরীতে ওপেনিং গর্ভনমেন্ট ছিল প্রিন্সটন ইউনিভার্সিটি।
বিতর্কের বিষয় ছিল “This House Supports a decline in global reliance on the dollar” আর এবারের বিতর্ক প্রতিযোগিতার আয়োজক ছিল বেলগ্রেড।
বিতর্কের বিশ্বকাপে চ্যাম্পিয়ন বাংলাদেশ
ওয়ার্ল্ড ইউনিভার্সিটি ডিবেটিং চ্যাম্পিয়নশিপ ২০২২ এর শিরোপা জিতলো ব্র্যাক ইউনিভার্সিটি।
বিশ্ব বিতর্কের সবচেয়ে মর্যাদাপূর্ণ এ আসরকে বলা হয় বিতর্কের বিশ্বকাপ।
বাংলাদেশের পক্ষে প্রথমবারের মতো মর্যাদাপূর্ণ এ প্রতিযোগিতার শিরোপা জিতলেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সাজিদ আসবাত খন্দকার এবং সৌরদীপ পাল।
বুধবার (২৭ জুলাই) বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় ভার্চুয়ালি অনুষ্ঠিত হয় এ প্রতিযোগিতার ফাইনাল।
ফাইনালে তাদের প্রতিদ্বন্দ্বী ছিল যুক্তরাষ্ট্রের প্রিন্সটন ইউনিভার্সিটি, ন্যাশনাল ইউনিভার্সিটি অব সিঙ্গাপুর এবং অ্যাটেনিয়ো দে ম্যানিলা ইউনিভার্সিটি।
প্রতিযোগিতার ফাইনালে ‘ব্র্যাক এ’ এর ব্যানারে বিতর্ক করেন সাজিদ আসবাত খন্দকার এবং সৌরদীপ পাল।
বিতর্কের সবচেয়ে বড় এ প্রতিযোগিতার ফাইনালে এবারই প্রথমবারের মতো জায়গা করে নিলো যৌথভাবে বাংলাদেশ ও দক্ষিণ এশিয়ার কোনো দল। এটি বাংলাদেশি বিতার্কিকদের জন্য এক অনন্য ও ঐতিহাসিক অর্জন।
এ প্রতিযোগিতার ফাইনালে কোনো বাংলাদেশি দলের অংশগ্রহণ এবারই প্রথম। আর প্রথম অংশগ্রহণেই এ দুই বিতার্কিক এনে দিলেন অবিস্মরণীয় সাফল্য।
৪০০ দলের এ প্রতিযোগিতার ফাইনালে ওঠার আগে তারা হারিয়েছেন হার্ভার্ড, অক্সফোর্ড, কেমব্রিজ, শিকাগো, স্ট্যানফোর্ডের মত বিশ্ববিদ্যালয়ের টিমগুলোকে।
আর ফাইনালে তারা হারিয়েছেন প্রিন্সটন, ন্যাশনাল ইউনিভার্সিটি অফ সিংগাপুরের মত বিশ্ববিদ্যালয়কে।
এশিয়ার প্রথম দল
আন্তর্জাতিক বিতর্ক চ্যাম্পিয়নশিপ-এ ইতিহাসে প্রথমবারের মত বাংলাদেশের কোন টিম চ্যাম্পিয়ান হয়েছে। শুধু বাংলাদেশের প্রথম টিম? না। এশিয়ার প্রথম দল হিসেবে তাদের এই অর্জন।
সাজিদ আসবাত খন্দকার এবং সৌরদীপ পাল (BRAC A) এ বছরের Worlds University Debate Championship (WUDC) এর open category-এর গ্র্যান্ড ফাইনালে চ্যাম্পিয়ান। এই প্রতিযোগিতাটাকে আন্তর্জাতিক বিতর্কের জগতের world-cup বিবেচনা করা হয়।
এর আগে….
২০১৩ বার্লিনে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ইউনিভার্সিটি ডিবেটিং চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতার ৩৩তম আসরে ইংলিশ অ্যাজ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ব্রেক ক্যাটাগরিতে তারা চ্যাম্পিয়ন হন।
এ আসরে ৮২টি দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ৪০০টি দল অংশ নেয়।
তবে এবারের প্রতিযোগিতায় মূলত ওয়ার্ল্ড ইউনিভার্সিটি ডিবেটিং চ্যাম্পিয়নশিপ’ বিশ্বব্যাপী বিতর্কের বিশ্বকাপ হিসেবে সুপরিচিত।
এটি সাধারণ যেসব দেশের প্রথম ভাষা ইংরেজি তারাই অংশ নিয়েছিল।
উল্লেখ্য, বেশ কয়েক বছর ধরে বিতর্কের ওয়ার্ল্ড কাপ বলে খ্যাত ‘ওয়ার্ল্ড ইউনিভার্সিটি ডিবেটিং চ্যাম্পিয়নশিপ’ বাংলাদেশ অংশ নিলেও এতো বড় সাফল্য কখনই আসেনি।
বাংলাদেশের বিতর্ককে আরও সম্ভবনাময় করতে এ জয় উল্লেখযোগ্য ভূমিকা রাখবে বলে মন্তব্য করছেন বিতর্কপ্রেমীরা।
‘কয়েকবার নকআউট পর্বে বাদ পড়ে এ বছর অবশেষে চ্যাম্পিয়ন হলাম’
বেলগ্রেড ওয়ার্ল্ড ইউনিভার্সিটিজ ডিবেটিং চ্যাম্পিয়নশিপ (ডব্লিউইউডিসি) ২০২২ এর ওপেন ফাইনাল জিতেছে ব্র্যাক ইউনিভার্সিটির শিক্ষার্থী সৌরদীপ পাল ও সাজিদ আসবাত খন্দকার।
দুজনেই ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ফলিত অর্থনীতিতে স্নাতকোত্তর পর্যায়ে পড়ছেন।
চ্যাম্পিয়ন হওয়ার পাশাপাশি ইংরেজিকে দ্বিতীয় ভাষা হিসেবে ব্যবহারকারী বিভাগে সাজিদ আসবাত খন্দকার দ্বিতীয় শ্রেষ্ঠ বক্তা ও সৌরদীপ পাল ষষ্ঠ শ্রেষ্ঠ বক্তা হিসেবে নির্বাচিত হন।
ওপেন ক্যাটাগরিতে যৌথভাবে নবম শ্রেষ্ঠ বক্তা হন সাজিদ আসবাত খন্দকার।
দলের সদস্য সৌরদীপ পাল গনমাধ্যমকে বলেন, ‘স্কুল থেকেই বিতর্ক করতে ভালো লাগত। এরপরে কলেজ, বিশ্ববিদ্যালয়ে অনেক প্রতিযোগিতায় অংশ নিয়েছি। তবে বিতর্ক জীবনের শুরু থেকেই স্বপ্ন ছিল, ডব্লিউইউডিসিতে ভালো করতে চাই।
২০১৩ সালে ব্র্যাকের একটা দল ইংরেজিকে ২য় ভাষা হিসেবে ব্যবহারকারী বিভাগে জিতেছিল। আর ২০১৫ সালে আইবিএর একটা দল নক আউট পর্বে খেলেছে। এই দুই অর্জন আমাদের সাহস জুগিয়েছে।
২০১৭ সাল থেকে আমরা অংশগ্রহণ করেছি। তবে খুব সহজে জয় ধরা দেয়নি। কয়েকবার নকআউট পর্ব থেকে বাদ পড়ে এ বছর অবশেষে চ্যাম্পিয়ন হলাম।’
‘প্রতিযোগিতামূলক বিতর্কের যাত্রা শুরু হয়েছিল ৮ম শ্রেণিতে। এরপর ধারাবাহিকভাবে কাজ করে গেছি। আর সৌরদীপের সঙ্গে আমার জুটি অনেক দিনের।
বিতর্কের দুনিয়ায় একসঙ্গে পথ চলতে চলতে নানারকম অভিজ্ঞতার মধ্য দিয়ে যেতে হয়েছে।
এই অভিজ্ঞতাগুলো আমাদের শিরোপা জেতার ক্ষেত্রে অনেক কাজে দিয়েছে।’ বললেন দলের অন্য সদস্য সাজিদ আসবাত খন্দকার।
বিতর্ক জীবনের বড় অর্জন এখন নিজেদের ঝুলিতে। তাই দুজনেই এখন কর্মজীবনে পূর্ণ মনোযোগ দিতে চান।