ভাড়ার তালিকা প্রকাশ: চট্টগ্রাম নগরীর বিভিন্ন রুটের নতুন ভাড়া কত?

google news

চট্টগ্রাম নগরীতে বাস ভাড়া

জ্বালানি তেলের দাম বেড়ে যাওয়ায় চট্টগ্রাম মহানগরীতে গণপরিবহনের বর্ধিত ভাড়ার তালিকা দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।

সোমবার (৮ আগস্ট) বিকালে প্রকাশিত এ তালিকায় সর্বনিম্ন বাস ভাড়া ১০ টাকা এবং মিনিবাস বা হিউম্যান হলা ৮ টাকা করা হয়েছে।

যা আজ সোমবার থেকে কার্যকর হয়েছে। তবে সিএনজি গ্যাস চালিত গণপরিবহনে এই ভাড়া কার্যকর হবে না। তা আগের ভাড়াতেই চলবে বলে বিআরটিএর নির্দেশনায় বলা হয়েছে।

বিআরটিএ’র করা তালিকা অনুযায়ী চট্টগ্রাম নগরীর কোন রুটে কত ভাড়া

রুট নম্বর ১: কর্ণফুলী ব্রিজ থেকে নিউ মার্কেটের দূরত্ব ১০ কিলোমিটার। বর্ধিত ভাড়া ২৫ টাকা।

রুট নম্বর ২: কালুরঘাট থেকে নিউ মার্কেটের দূরত্ব ১৪ কিলোমিটার। বর্ধিত ভাড়া ৩৫ টাকা।

রুট নম্বর ৩: ফতেয়াবাদ থেকে নিউমার্কেটের দূরত্ব ১৪ দশমিক ৫ কিলোমিটার। বর্ধিত ভাড়া ৩৬ টাকা।

রুট নম্বর ৪: নিউমার্কেট থেকে ভাটিয়ারির দূরত্ব ১৫ কিলোমিটার। বর্ধিত ভাড়া ৩৮ টাকা।

রুট নম্বর ৫: নিউমার্কেট থেকে বিমান বন্দরের দূরত্ব ১৮ দশমিক ৬০ কিলো মিটার। বর্ধিত ভাড়া ৪৭ টাকা।

রুট নম্বর ৬: লালদীঘির পাড় থেকে সী বিচের দূরত্ব ১৬ দশমিক ৬০ কিলোমিটার। বর্ধিত ভাড়া ৪২ টাকা।

রুট নম্বর ৭: কোতোয়ালী থেকে ভাটিয়ারির দূরত্ব ১৬ দশমিক ১০ কিলোমিটার। বর্ধিত ভাড়া ৪০ টাকা।

রুট নম্বর ৮: নিউ মার্কেট অক্সিজেনের দূরত্ব ৮ কিলোমিটার। বর্ধিত ভাড়া ২০ টাকা।

রুট নম্বর ১০: কালুরঘাট থেকে সী বিচের দূরত্ব ২৫ কিলোমিটার। বর্ধিত ভাড়া ৬৩ টাকা।

রুট নম্বর ১১: ভাটিয়ারি থেকে সী বিচের দূরত্ব ২৩ কিলোমিটার। বর্ধিত ভাড়া ৫৮ টাকা।

গণপরিবহনের ভাড়া পুনর্নির্ধারণ করে সরকার

জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির পর গত শনিবার থেকে ডিজেলচালিত সব গণপরিবহনের ভাড়া পুনর্নির্ধারণ করে সরকার

দূরপাল্লার বাসে ২২ শতাংশ এবং চট্টগ্রাম নগরীর বাসে ১৬ দশমিক ২৭ শতাংশ ভাড়া বাড়িয়ে তালিকা প্রকাশ করে বিআরটিএ।

এ প্রসঙ্গে চট্টগ্রাম মেট্রোপলিটন মালিক গ্রুপের সভাপতি বেলায়েত হোসেন বেলাল বলেন, ‘বিআরটিএ এই ভাড়ার তালিকা প্রকাশ করেছে।

আমরা তালিকা হাতে পেয়েছি। আজ (সোমবার) কিছুটা কার্যকর হয়েছে। মঙ্গলবার থেকে বর্ধিত ভাড়া পুরোদমে কার্যকর হবে। সরকার নির্ধারিত নতুন ভাড়ায় আমরা গাড়ি চালাবো, এমনটা জানান বেলায়েত হোসেন।

অতিরিক্ত ভাড়া আদায় করায় জরিমানা

বিআরটিএর ভ্রাম্যমাণ আদালত নগরে অতিরিক্ত ভাড়া আদায় ও কাগজপত্র ঠিক না থাকায় ৯ মামলায় ১২ হাজার টাকা জরিমানা করেছে।

সোমবার (৮ আগস্ট) সকাল থেকে বিকেল ৩টা পর্যন্ত নগরের পলোগ্রাউন্ড, জিইসি, ওয়ারলেস এলাকায় অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়ার মুক্তার।

এসময় ফিটনেস বিহীন একটি মামলায় ৩ হাজার টাকা, ড্রাইভিং লাইসেন্স না থাকায় একটি মামলায় ২ হাজার টাকা, রোড পারমিটবিহীন গাড়ি চালানোর অপরাধে একটি মামলায় ২ হাজার টাকা, অতিরিক্ত ভাড়া আদায় করায় ৬টি মামলায় ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

সিএনজি চালিত ১৮টি ও ডিজেল চালিত ৩৮ বাসকে এ জরিমানা আদায় করা হয়।

বিআরটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়ার মুক্তার বলেন, কাগজপত্র ঠিক না থাকা, লাইসেন্সবিহীন গাড়ি চালানো, অতিরিক্ত ভাড়া আদায় করার অপরাধে নগরের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে ৯ মামলায় ১২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

মতামত দিন