সাংবাদিকদের একটি আন্তর্জাতিক দল জানিয়েছে চলতি বছর দায়িত্ব পালনকালে বিশ্ব জুড়ে কমপক্ষে ৫৭ জন পেশাদার সাংবাদিক নিহত হয়েছেন।
বুধবার প্যারিস ভিত্তিক রিপোর্টার্স উইদআউট বর্ডারস, যারা ফরাসি সংক্ষিপ্ত রূপ আরএসএফ নামে পরিচিত, তাদের প্রকাশিত প্রতিবেদনে জানায় এই সংখ্যা জানুয়ারি মাসের ১ তারিখ থেকে ডিসেম্বর মাসের ১ তারিখ পর্যন্ত গণনা করা হয় এবং ২০২১ সাল থেকে তা ৯ বেশি।
১১ জন সাংবাদিকের মৃত্যু নিয়ে এই তালিকার শীর্ষে রয়েছে মেক্সিকো, এরপরেই রয়েছে ইউক্রেন যেখানে ৮ জন নিহত হয়েছেন। ২০২২ সালে সাংবাদিকদের নিহত হওয়ার সংখ্যা বৃদ্ধির একটি কারণ হিসেবে ইউক্রেন যুদ্ধের উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে।
আরএসএফ আরও জানিয়েছে বিশ্বব্যাপী রেকর্ড সংখ্যক মোট ৫৩৩ সাংবাদিক আটক রয়েছেন। ১৯৯৫ সালে রেকর্ড রাখা শুরুর পর থেকে এই সংখ্যা সর্বোচ্চ।
১১০ জন নিয়ে এই তালিকার শীর্ষে রয়েছে চীন, এরপরেই রয়েছে মিয়ানমার। সেখানে আটক রয়েছেন ৬২ সাংবাদিক। রাশিয়ায় আটক রয়েছেন কমপক্ষে ১৮ সাংবাদিক।
সুত্রঃ NHK World