দেশে করোনা ভাইরাসের নতুন ধরন শনাক্ত

google news

দেশে ওমিক্রনের নতুন ধরন শনাক্ত হয়েছে। করোনা ভাইরাসের নতুন ধরন ওমিক্রনের উপধরন বিএফ.৭ চীন থেকে আসা একজনের শরীরে শনাক্ত হয়।

গত সপ্তাহে চীন থেকে আসা ৪ জনের নমুনা নেয়া হয়েছিল।

এদের মধ্যে একজনের শরীরে নতুন ধরন ওমিক্রন বিএফ.৭ শনাক্ত হয়। আজ মানবজমিনকে এ তথ্য জানিয়েছেন সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর)-এর পরিচালক অধ্যাপক ডা. তাহমিনা শিরিন। তিনি বলেছেন, আক্রান্ত ব্যক্তি সুস্থ আছেন।

নতুন উপধরনটি অনেক বেশি সংক্রামক। এর আগে স্বাস্থ্য অধিদপ্তর থেকে জানানো হয়েছে, বিএফ.৭ উপধরনে আক্রান্ত একজন ব্যক্তির থেকে ১৮ জন সংক্রমিত হতে পারে।

মতামত দিন