ময়মনসিংহে র‌্যাবের সঙ্গে জঙ্গিদের গুলিবিনিময়, অস্ত্রসহ আটক ৪

google news

জঙ্গিময়মনসিংহ সদর উপজেলার খাগডহর এলাকায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব-১৪) সঙ্গে জঙ্গিদের গুলি বিনিময় হয়েছে। এই ঘটনায় অস্ত্রসহ চার জঙ্গিকে আটক করা হয়েছে।

শনিবার ভোর ৫টার দিকে র‍্যাব-১৪ এর অধিনায়ক মো. রোকনুজ্জামান এবং অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল হান্নান এই খবর নিশ্চিত করেছেন।

জানা যায়, শনিবার রাত ১২টার পরে র‍্যাব-১৪ গোপন সংবাদের ভিত্তিতে জঙ্গিদের তৎপরতা ও অবস্থানের কথা জানতে পেরে খাগডহর এলাকায় অভিযান শুরু করে র‍্যাব। এসময় র‍্যাবের সদস্যদের লক্ষ্য করে উপস্থিতি টের পেয়ে জঙ্গিরাও পাল্টা গুলি ছুঁড়ে। অভিযানের এক পর্যায়ে ৪ জঙ্গিকে আটক করে র‍্যাব।

এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে বলে র‍্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে।

মতামত দিন